Have a question?
Message sent Close

গুচ্ছ স্পেশাল ইংলিশ ব্যাচ

কোর্সটি কাদের জন্য?

গুচ্ছ পদ্ধতির অধীনে যারা –

ক.  ৯ টি সাধারণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন;  খ. ১১ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন;  গ. ৩ টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট, রুয়েট, কুয়েট) ঘ. ৭ টি কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন। 

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করে এই কোর্সটিকে আমার অন্যান্য এডমিশন কোর্স থেকে পৃথক করেছি। ১৫ টি ক্লাস ও ০৮ টি পরীক্ষা ছাড়াও ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত থাকছে একটানা প্রবলেম সলভিং ক্লাস! যেহেতু সময় কম তাই মাত্র ১ মাসেই শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিতকরণে এইচএসসি শর্ট সিলেবাসকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ও টেক্সটবুককে প্রাধান্য দিয়ে এমনভাবে কোর্স প্লানটি সাজানো হয়েছে যা মূল পরীক্ষায় একজন মধ্যম সারির শিক্ষার্থীকেও ইংরেজিতে সর্বোচ্চ স্কোর অর্জন করতে সাহায্য করবে (অনুগ্রহপূর্বক এই পেইজের নিচের দিকে পূর্ণাঙ্গ কোর্সপ্লানটি দেখুন)।

গুচ্ছতে সাধারণ বিশ্ববিদ্যালয়ে তো বটেই, এমনকি প্রকৌশলেও ইংরেজির দাপট লক্ষণীয়। মানবিকে ৩৫ নম্বর শুধু ইংরেজিতেই! চুয়েট, রুয়েট ও কুয়েটে ইংরেজিতে থাকছে ৫০ নম্বর। এছাড়াও গ ইউনিটে ১২, ক ইউনিটে ১০!! বিশেষতঃ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ইংরেজি পড়ার অনীহা বলাই বাহুল্য! ইংরেজিতে পিছিয়ে পড়া সকল শিক্ষার্থীর জন্য এই কোর্সটি জেট ইঞ্জিনের মতই কাজ করবে (ইন্ শা আল্লাহ্)।

পুরো কোর্সটি অনলাইনে ZOOM APPS এবং GOOGLE CLASROOM এর মাধ্যমে পরিচালিত হবে। জুম অ্যাপে শিক্ষার্থীরা লাইভ ক্লাস চলাকালীন নিজ নিজ ভিডিও ও মাইক্রোফোন অন করে শিক্ষককে প্রশ্ন করতে পারবে এবং শিক্ষকও তৎক্ষণাৎ সমাধান দিয়ে দিবেন। অর্থাৎ অফলাইন বা স্বশরীরে ক্লাসের ১০০% ভার্চুয়াল প্লাটফর্মেই পুরো কোর্সটি পরিচালনা করা হবে।

কোর্স ডিটেইলস

ব্যাচ নং- BB-51
কোর্সের মেয়াদ: ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
মূল লেকচার: ১৫ টি।
সপ্তাহে ক্লাস: ৩ দিন।
মূল পরীক্ষা: ৮ টি।
ক্লাস শুরু: ৯ জুলাই রাত ৯ টা।

কোর্স ডিটেইলস a পুরো কোর্সটি অনলাইনে ZOOM এবং GOOGLE CLASSROOM এর মাধ্যমে পরিচালিত হবে।

ভর্তির পদ্ধতি:

আগামী ২০ জুনের মধ্যে নিচে প্রদত্ত যেকোন নম্বরে কোর্স ফি ৯৯৯/- সেন্ড মানি করে নিচে প্রদত্ত ভর্তি ফর্মটি পূরণ করুন। ফর্ম পূরণের দ্রুততম সময়ের ভেতর আপনার নম্বরে কনফার্মেশন টেক্সট প্রেরণ করা হবে।

01713-204056​

(Personal)

01713-204056​

(Personal)

01713-2040562

(Personal)

ভর্তি ফর্ম

ভর্তি ফি পরিশোধ করে ভর্তি ফর্ম পূরণের দ্রুততম সময়ের মধ্যে আপনার মোবাইল নম্বরে নতুন ব্যাচে বিস্তারিত তথ্যাবলী লিংকসহ প্রেরণ করা হবে।

ডেমো ক্লাস

ক্লাস নেবেন

রায়হান বোরহান

সাবজেক্ট হেড ও কোর্স কো-অর্ডিনেটর, UCC
সিনিয়র শিক্ষক, বিসিএস কনফিডেন্স।
আইন (৩৩তম ব্যাচ), ঢা.বি., আইবিএ, ঢা.বি.।
লেখক: INDEX ENGLISH, UCC WRITTEN SUPPLEMENT.
অভিজ্ঞতা: ১৫ বছর।